Saturday, January 28, 2017

শরতের পরম প্রকৃতি

শরতের প্রকৃতি মনে হয় পবিত্রতার রংয়ে নিজেকে সাজাতেই বেশী ভালোবাসে। কাশফুল, সাদা মেঘের ভেলা যেন মিতালি করে মিলিত হয় দিগন্তে। আকাশ পাতাল পার্থক্যের প্রবাদ ভুলিয়ে দিয়ে সবাইকে একাকার করে তোলে তার শুভ্রতায়।
শরতের প্রথম ফোঁটা ফুল

No comments:

Post a Comment