Wednesday, January 25, 2017

অনিন্দ্য সুন্দরের হাতছানি দেয় পার্বত্য বান্দরবান...

দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে,
গাইছে,
আপন সুরে,
আপন সুরে,
আপন সুরে…
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়,
শুধু ডাকে
শুধু ডাকে…
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন,
ভেসে আসে,
ভেসে আসে,
ভেসে আসে…

No comments:

Post a Comment