Sunday, January 29, 2017

অবসন্ন বিকেলের কথা


একাকীত্ব...
পড়ন্ত বিকেল বেলায়
গৌধুলী অালোয় হাটছি একাকী...
হাত বাড়িয়ে দিবে কি কোন জন???
সময় বয়ে যায়,
 আমি অসহায়-
হাত বাড়াও ওগো সুজন।।।

Saturday, January 28, 2017

শরতের পরম প্রকৃতি

শরতের প্রকৃতি মনে হয় পবিত্রতার রংয়ে নিজেকে সাজাতেই বেশী ভালোবাসে। কাশফুল, সাদা মেঘের ভেলা যেন মিতালি করে মিলিত হয় দিগন্তে। আকাশ পাতাল পার্থক্যের প্রবাদ ভুলিয়ে দিয়ে সবাইকে একাকার করে তোলে তার শুভ্রতায়।
শরতের প্রথম ফোঁটা ফুল

Wednesday, January 25, 2017

অনিন্দ্য সুন্দরের হাতছানি দেয় পার্বত্য বান্দরবান...

দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে,
গাইছে,
আপন সুরে,
আপন সুরে,
আপন সুরে…
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়,
শুধু ডাকে
শুধু ডাকে…
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন,
ভেসে আসে,
ভেসে আসে,
ভেসে আসে…