Friday, March 17, 2017

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭



আজ ১৭ মার্চ। জাতীয় শিশু দিবস।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেছিলেন। ছাত্র বয়সেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে যোগ দেন। যার কারণে তিনি বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ১৯৭০ এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন দল বিজয়ী হয়েও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি। ১৯৭১ এর মার্চে বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন না।)। ১৯৭১ এর ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক বিশাল জনসমাবেশে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। পরবর্তীতে ১৯৭১ এর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেসে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন এবং ঐ রাতেই তিনি পাকিস্তান শাসক কর্তৃক গ্রেফতার হন। এরপরই শুরু হয়ে যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ। জন্ম হয় আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের। দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বরে আমরা পাই আমাদের কাংখিত বিজয়। এই মহান মুক্তিযুদ্ধে আমাদের প্রায় ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন এবং প্রায় তিন লক্ষ মা-বোন সম্ভম হারিয়েছেন। শেষপর্যন্ত ১৯৭২ এর ১০ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তিলাভ করেন। এবং তার পরবর্তীতে তিনি নিজ দেশে এসে রাষ্ট্রকে পুনর্গঠনের কাজ শুরু করেন। কিন্তু ১৯৭১ সালে শত্রুরা পরাজিত হলেও তারা বসে থাকেনি, তাদের ষড়যন্ত্র তখনো থেমে থাকেনি। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ আরোও অনেককে হত্যা করে। বাঙ্গালী জাতির জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়ের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। বাঙ্গালী জাতি চিরদিনই তাকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস।জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

Saturday, March 11, 2017

Independence and National Day on March 26


I remember the martyrs of the liberation of all living with all respect offering On March 26, the  National Day of Liberation and stained with the blood of millions of martyrs now a days. The name of one of the bloodiest in the history of the joy on March 26 on the red and green flags within the world. Sleeping the night of March 5, 1971, the Pakistani army with modern weapons on unarmed Bengalis was gained. Bengalis freedom movement and even the legal right to receive the results of national elections by the Pakistani army began to drown within the flood of blood, genocide all over the country. in this night  invaders Jagannath Hall of capital of Bangladesh University, Iqbal Hall, Rokeya Hall, home teachers, EPR BDR headquarters, killing countless Rajarbag police line at an equivalent time continue to massacre unarmed patriots, the best sons of the country. March 5 night, police, army Bengali EPR members and to the prevention of war, joined the common people. The great Independence and National diverse countless martyrs and freedom fighters are profound respect and sincere congratulations.

After the partition of India and the people of our region Satacallise over-exploitation and repression that indirect colonial rule was imposed in response to frequent travelers troubled against it are shouting at the group. Bengalis fight for survival started fully swing 71on 26th March, to prevent this war marked the beginning of the Great War In 1971, heroic Fighter was washed in the blood and tears of the mother land of Bengal. Sher E Bangla A K Fazlul Haq, Shahid Suhrawardy, Maulana Bhasani under the leadership of Bangabandhu Sheikh Mujibur Rahman and the institution of the movement for self-determination of their people has jumped fearlessly. We tend to protested now a days the continuation of the armed struggle in 1971, Many of  years ago, we opened the chest of subjugation red sun of freedom was brought away.

March 5, 1971, at the mercy of the forces of unarmed black night, John brutal and indiscriminate killing a sleeping man started and took Bangabandhu sheikh Mujibur Rahman. Nilalakasa brutal killing of Bangabandhu sheikh Mujibur Rahman was able to predict in advance. Time yana tenia will be arrested. Before she picked up the seven and a 0.5 million people, declared independence on behalf of the message that was sent, the message wasn't getting a replica of one of the accused in the Agartala case kamandyanta yarantra Manik Chowdhury.
Copy the link below the icon of the message are as follows:

Ziaur Rahman was initially informed concerning the declaration of independence Oli Ahmad Bir Bikram (retd.). while serving in the army colonel a liar annual confidential report (Ciara) has found that the fifth page.

According to Ciara, BSS March 8, 1974, the brigade commander about the -9706 Oli Ahmad Mir Shawkat Ali, comments in English were: "The officer's extraordinary organisational skills. he is hard-working and in accordance with the position of responsibility entrusted to him more than capable of performing his duties. without correct guidance, he is going to be regarded as an asset in the army. His significant contribution to the war. " In fact, the first officer, who risked their own initiative on the night of the war in March 2526, General Ziaur Rahman informed regarding the declaration of independence.

The August 1974 0 Ziaur Rahman (Deputy Chief of Army Staff) on the same page as the English commented: "He (Oli Ahmad) is very loyal, brave and smart officers. he is highly intelligent and energetic. "

This article collect and modified by Mossammat Habiba

Sunday, March 5, 2017

Spring decor: Voice of fashion




Knock wave spring. The night is going to be busy these days to look at Million Bengalis dressed as Spring festival. And already is new types of nature are within the menu. currently, simply adolescents, ladies and housewives flip harnesses. Phyasanapremirao looking forward to welcoming spring. Dressed, the interest isn't the end of their apparel to welcome spring. you'll be excluded from the list or why. Let's establish however the pattern are going to be within the spring armour

Dress:
Versatility is going to be the colour of the dress Spring. Sarees, salwar kameez, vest, the frock that is why they prefer to do whatever should be lined with yellow, spring or red tones. Not only women, men, shirt, Punjabi or PHA Tu Yara cases, an equivalent issue works.
Nowadays there are quite awake to all the severely clothing-decoration. Their consciousness several fashion homes being built in the middle of the day. Keeping in mind the style of various colours, completely different varieties of consumer goods.

However, the most effective time for men Panjabi. February brings the busy coloured shirts for men nowadays boutique homes on the market. Home-work-out clothes Night of the spring is often seen everywhere.
Décor:
Since all the saints phage Gaya Naya flowers adorned me Kaa Pata natural to be thus sensible. Eye makeup, red tip on the forehead could also be. Aisyadote amber and orange lips, red, pink lipstick would be higher. just like the flower festival Gaya Naya admit dress.
 

Hairdresser:
Or you will customise your hair roll bite. you'll be able to sort the Colourful Jara Bera roll, gladiolas Candramallikaya or colours. you can get entangled bent light yellow flower garlands. you can get entangled by garlands, glass bangles. Jaraberara gipsy and also the inflorescence will wear the crown.
In addition, the neck, the ears will wear jewellery or flowers imitation jewellery. Panatela wearing trousers kameez or hair can keep open. you can set the gate gipsy earrings and gladiolas Jara Bera. you'll be able to get entangled by marigold garlands. This was Spring harness.

Monday, February 27, 2017

The folk-culture of Bangladesh



Bangladesh have One of the world's rich folk culture and handicrafts. In this country, the people living in the era of multi-touch touch is made of a variety of crafts. These materials create a man of talent, skill and attitude were related. "Nakasikatha" very well the spirit of beauty became the tactical hand labor. 
As the people of the enzymes required for ages have been produced. Women in the shade of the trees, the yard, the house is isolated in the quilt. Leisure life, along with the artistic composition of the moment.Derived from the lifetime of the folks tradition. Life remains flowing in. remains active in a very kind of totally different individuals and culture of this country. the person at the center of foreign multi-cultural researchers was shocked at the made people culture of the educated materialistic society we tend to aren't shocked to see! there's no impact on our materialistic urban life, the culture and therefore the influence of alternative cultures instead of attract.We feel that the developed countries square measure, educated and civic lifetime of the country, individuals and culture have an effect on the attraction of the exercise isn't neglected. Gaurababodhe attentive to its own, it didn't relate them. The fresh developed urban individuals in our country to its own individuals and to draw in the importance of culture isn't gift. What’s the reason?
We square measure keen to face on our own feet. Economic dependence on foreign countries, cultures, from totally different angles. therefore we tend to don't inspect ourselves within the dependent mentality, don't inspect his own resources and prospects. so we tend to don't enter into the culture, the individuals don't trust the culture of life decision, the individuals don't opt for consciously culture. Siksitajanera upper-middle-of-the culture of the country appears to be. several square measure stink eye nose. however several components of folks culture is made coloring drain rule. Well, perhaps it is the fantastic thing about consciousness, there's no reason to assume it's harmful. Shiny-quilt adorns the space, drain graphic symbol comely, UN agency hand-built in a very kind of industries drain graphic symbol content is displayed, attributable to its numerous application. Contents of the folks culture of success square measure exported abroad to earn some cash. Thus, on the one hand, and therefore the increasing demand to be used of folks culture. however it is important to the individuals of the land within the country isn't brought down tat par ye. 
It needs active and aware perspective. This perspective might develop their own culture from tension, from the standard; Rupa my life might develop their own traditions and need to develop. the assorted levels to rise.

Sunday, February 19, 2017

বৈচিত্রময় আদিবাসী সাজসজ্জা


আজকে আপনাদের জন্য পার্বত্য বান্দরবানের আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বৈচিত্রময় আদিবাসী সাজসজ্জা ও উপকরণসমূহ
আসুন আমরা একে একে পরিচিত হই এসব নিত্য বাহারী পণ্যসমূহের সাথে...
ধন্যবাদ সাথেই থাকুন... আরও জানতে হলে নিন্মের সাইট হতে ঘুরে আসতে পারেন:-
https://lamanews24.blogspot.com/

Monday, February 13, 2017

মধুর বসন্ত আজি এসেছে ধরায়…



বাংলার প্রকৃতিতে আজ ফাগুনের ছোঁয়া, আগুনরাঙা বসন্তের মোহময় সুর। হিম-কুয়াশায় ঢাকা শীতের পর রুক্ষ মৃতপ্রায় নিসর্গে উষ্ণতার স্পর্শ দিয়ে জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে আজ বসন্ত।

সকালের সূর্য যেন নতুন কিছু বলতে চাইছে কানে কানে। মেঘমুক্ত স্বর্ণালী আকাশ, আর তার পাশাপাশি শিশিরের ঝরে পরা জানান দিচ্ছে আর বাকি নেই হিম শীতের। চারদিকে থেমে থেমে বয়ে চলা দক্ষিণা হাওয়ার মাতাল করা সুর। রুক্ষ্ম শীতের চাদর ছিড়ে আলোর দিকে মাথা তুলেছে নানা রঙের ফুল। পলাশ ফুলে পাখির নাচান। শিমুল, গাঁদা, মালতী, মাধবী, চন্দ্রমল্লিকা, ডালিয়াসহ হাজারো নাম না জানা ফুলের নেশা রাঙিয়ে তুলেছে মানুষের মনকে। এমন রূপের নেশা থেকে কিভাবে বাঁচবে মৌমাছি, কীটপতঙ্গ বা প্রজাপতি। নানা রঙের প্রজাপতি তাই মধু আহরণে ব্যস্ত। ফুলকে ঘিরে এদের উড়াউড়ি তৈরি করে এক অনিন্দ্য সৌন্দর্যের
বাতাসে পাতা ঝরার শব্দ। রুক্ষ্ প্রকৃতি একটু একটু করে পাল্টে যাচ্ছে সবুজে। কচি পাতা মনে করিয়ে দিচ্ছে প্রকৃতিতে এসেছে যৌবন। আর, চলতি পথে দেখা মিলবে আমের মুকুলের। তার রূপ আর চেনা গন্ধ জানিয়ে দেয় প্রকৃতির রাজ্যে রাজা বসন্ত আসছে তার আভিজাত্য নিয়ে। বাদ যাবে না কাঠালও। পুরো গাছ জুড়ে দেখা যাবে কাঠালের মুচি। কোকিল ছাড়া যে অপূর্ণ থেকে যাবে ফাল্গুনের আগমণ। হ্যাঁ, কোকিলের সেই ডাক শোনা যাচ্ছে বন-বনানীতে। প্রকৃতিপ্রেমীদের চোখে ঋতু যেন এক নেশার নাম

বসন্ত মানেই সুন্দরের আহ্বান, জীবনের জয়গান। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। দখিনা হাওয়ার টানে ধূসর প্রকৃতি জাগবে প্রাণের সাড়ায়। পাতাঝরা গাছের শাখায় শাখায় উঁকি দেবে কচি কচি নতুন পাতা। প্রকৃতি সাজবে নতুনরূপে। শীতের খোলসে ঢুকে থাকা পলাশ, শিমূল, কাঞ্চন, পারিজাত, মাধবী, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া জেগে উঠবে অলৌকিক স্পর্শে। প্রকৃতিতে নৈসর্গিক প্রাণ রূপের আগমনে গুঞ্জন তুলবে ভ্রমর। গাছে গাছে ছড়িয়ে পড়বে পলাশ আর শিমূলের রূপের আগুন। আজ কেবলই শুরু, পাতার আড়ালে-আবডালে লুকিয়ে কুহু কুহু ডাকে হৃদয় উচাটন করে তুলবে বসন্তের দূত কোকিল। আকুল ব্যাকুল করে তুলবে বিরহী অন্তর। নিসর্গের বর্ণচ্ছটায় প্রকৃতি হয়ে উঠবে বাঙ্ঘময়। ফাল্গুনের রঙিন স্পর্শে হিন্দোলিত হয়ে অন্তর গেয়ে উঠবে- ‘আহা আজি বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...